জয়া চৌধুরী
যে চোখ তোমায় মন্দ দ্যাখে
দোষ তালে মন সেই চোখের
ভোর শিশিরে মদিরা ভ্রম
হয় শুধু ভান পাষণ্ডের।
তোমায় ওরা এমনি পাবে
এমনই ওদের চাওয়া কি?
না-পাক চাওয়ায় সিদ্ধিলাভ
তেমনই তাদের পূণ্য কি!
মাধবীলতা মাধবীলতা
এই নাও তোমার পিয়ার্স চন্দন,
মাধবীলতা মাধবীলতা
তোমার জন্যই সাতটা জীবন।