চাঁদপুর: চাঁদপুর জেলা সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তরসহ অন্যান্য উপজেলায় বিশাল এলাকা জুড়ে একই জমিতে বছরে তিন বা ততোধিক ফসল চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছেন কৃষকরা। এ সকল ফসল চাষের পাশাপাশি একই জমিতে একই সাথে বেশ কয়েক রকমের সাথী ফসল চাষ করছেন তারা। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এ এলাকার কৃষকরা বেশ কয়েক বছর ধরে এ পদ্ধতি ব্যবহার করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন।
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী, ঘোষেরহাট, মহামায়া, চাদখার দোকান এলাকা, কৃষ্ণপুর, কেতুয়া, আলুমুড়া এলাকার কৃষকগণ এখন এ জাতীয় ফসল উৎপাদনে নিজেদের ব্যস্ত রেখে চলছেন। এ পদ্ধতি অনুকরণ করতে পারেন জেলার অন্য কৃষকগণ।
সম্প্রতি সময়ে এসব এলাকায় গিয়ে দেখাগেছে সবুজের সমারোহ। মাঠগুলোতে চোখ পড়লে দেখা যায় সবজি আর সবজির আবাদ। কৃষকরাও অনেক আগ্রহ নিয়ে কৃষি উৎপাদন করছেন। অনেক সময় লোকসান হয়, তারপরেও কৃষি কাজের প্রতি ভালোবাসা তাদেরকে পিছু ছাড়ছে না। তবে সাথী ফসল করে অনেকেই এখন লাভজনক অবস্থায় আছেন।
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে সেকদি গ্রামে গিয়ে দেখাগেছে, একই জমিত একাধিক ফসল। এ বছর আবহাওয়া অনুকুলে থাকার কারণে কোন ফসলেরই ক্ষতি হয়নি। যার কারণে কৃষকদের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে আলুর দাম ভাল পেয়েছেন কৃষকরা। ওই জমিতে অনেকে ভুট্টাসহ অন্যান্য ফসল আবাদ করেছেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/