সাখাওয়াত হোসেন(মিথুন)
প্রতিবারের ন্যায় এবারও ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজারের আনাচে-কানাচে অলিগলিতে ব্যবসায়ীদের মধ্যে জাল টাকার আতঙ্ক। তবে অন্যান্য বারের চেয়ে এবার কোরবানির ঈদকে সানে রেখে জালটাকার আতঙ্ক বিরাজ করছে সব চেয়ে বেশি। প্রতি দিন ব্যবসায়ীদের হাতে আসছে জাল টাকার নোট জুট জামেলা এড়াতে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত্ম ও অপদস্ত্ম হচ্ছে সাধারণ মানুষ। আর প্রশাসনের জামেলা এড়াতে অনেকেই নিরব থাকছে। জাল টাকার ছড়া ছড়ি বৃদ্ধি পাওয়ায় বিড়ম্ভনার শিকার হতে হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়কেই। জাল টাকার কারবারি চক্রের সংঙ্গে সংশ্লিষ্টদের তৎপরতা বৃদ্ধি পাওয়া ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের আতঙ্ক বিরাজ করছে বলেও সমালোচকদের অভিমত। খুচরা বিক্রেতা থেকে শুরু করে পাইকারী বিক্রেতাদের হাতে আসছে জাল টাকা। আইনি জটিলতা এড়াতে জালটাকা হাতে পাওয়া মাত্রই ব্যবসায়ী ও সাধারণ মানুষ হতবম্ভ হচ্ছে। এতে করে একদিকে জালটাকার কারণে যেমন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অন্যদিকে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। আর সুযোগ সন্ধানী জালটাকার কারবারীরা কৌশলে বাজারে জালটাকা ছড়িয়ে দিচ্ছে। ভুক্তভোগিরা জানান ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার জালনোট বেশি দেখা যাচ্ছে। প্রশাসন সজাগ দৃষ্টি দিলে সমস্যাটি নিরশন সম্ভব হবে বলে ব্যবসায়ীবৃন্দ ও সচেতন হলের দাবী।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।