বিশেষ প্রতিবেদক :
সাধের লাউ এখন আর স্বাদের মধ্যে নেই। দামের কারণে এর স্বাদ অনেকটা ভাটা পড়েছে। সাধারনত আমাদের দেশে শীতকালীন সবজি লাউ। হাইব্রিডের সুফলেই হোক বাজারে লাউ আমদানী বর্ষার এ সময়ে চোখে পড়ে। কিন্তু চোখে পড়লে কি হবে লাউয়ের সাইজের সাথে দামের সাইজের মিল না থাকার কারনে নিম্ন মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে লাউয়ের স্বাদ। অতিরিক্ত দামের আশায় কুমিল্লা থেকে আনা স্তুপাকৃতি লাউয়ের এ ছবিটি তোলা হয়েছে হাজীগঞ্জের বড় মসজিদের সামনে থেকে গত সোমবার। যার প্রতিটির দাম ৫০ টাকা হাকা হলেও মুহুর্তেই তা বিক্রি হয়ে যায়।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।