জাফর ইদ্রিস
আয়রে সখি হলুদ দেরে
মেহেদি আমার গায়,
এখনই যে আসবেরে বর-আমার আঙ্গিনায়
এতো দেরী সয়-নারে- সাজারে আমায় সাজা
আসলো বুঝি আমার রাজা-সানাই বাদ্য বাজা।।
মেহেদি দেরে হাতে আমার
পায়ে সোনার মল,
কপালেতে টিকলি পড়া-বইছে খুশির ঢল
কোমরেতে বিছা পড়া-পড়ারে লাল শাড়ি
এখনই যে আসবেরে বর-আসবে আমার বাড়ি।।
পাগড়ি মাথায় ঘোড়ায় চড়ে
আসবে আমার বর,
ফুলে ফুলে সাজিয়ে দিবে আমার বাসর ঘর
এতো দেরী সয়-নারে-সাজারে আমায় সাজা
আসলো বুঝি আমার রাজা-সানাই বাদ্য বাজা।।