অভিজিত রায় ॥
চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গের সম্মানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুরক্লাব মিলনায়তনে রাজনৈতিক, প্রশাসনিক, ব্যাবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক পরিমন্ডলের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভার বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, আমি অনেককেই দাওয়াত দেওয়ার সুযোগ পাইনি। আমাকে ভালবানে বলেন আওয়ামী পরিবারসহ অন্যান্য সকলে উপস্থিত হয়েছেন। এ উপস্থিতি আমার জন্য পরম পাওয়া। আপনারা আপনাদের সন্তান ও প্রতিনিধি হিসেবে আমাকে সেবা করার যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। তারপরও কাজ করতে গেলে কিছু ভুল হয়ে থাকে, আমার সে ভুল ক্রটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃর্ষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি অতীতের ন্যায় কাজ করতে পারি ও সর্বদা জনকল্যাণে নিয়োজিত থাকতে পারি। আমারা আওয়ামী পরিবারের সকলে একত্রিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাবে। তাতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত তথা আওয়ামীলীগের শক্তি বৃদ্ধি পাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়রনাছির উদ্দিন আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি নুরল হক বাচু মিয়াজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমন্ডার এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সকরারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, বিশিষ্ট চিকিৎসক জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্যা আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছুল হক মন্টু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, আওয়ামীলীগ নেতা রফিকুল ইলাম ভূঁইয়া, অ্যাড. বিনয় ভূষন মজুমদার, অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা ন্যাপের সভাপতি আবুল কালাম পাটওয়ারী, জেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ার্যমাণ দেওয়ান সফিকুজ্জামান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি রাধাগোবিন্দ ঘোষ, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, জালাল চৌধুরী, রামপুর ইউনিয়নের সাবেক চেয়রাম্যান ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক মন্ডলীর সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড, জাহিদুল ইসলাম রোমান, সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোদোয়ান, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীসহ রাজনৈতিক, প্রশাসনিক, ব্যাবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক পরিমন্ডলের ব্যাক্তিবর্গ ও আওয়ামীলীগেরর সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও দশের কল্যনেল জন্য দোয়া ও মোনাজতা পরিচালনা করেন পীরজাদা খাজা জোবায়ের।