মোঃ জামাল হোসেন ঃ
গতকাল শনিবার সকালে পঞ্চগ্রাম আজিজুর রহমান গণবিদ্যালয়ে গণতন্ত্রের বিজয় দিবসে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি-জামাত জাতীয় ও আন্তর্জাতিক ভাবে চক্রান্ত করে বার বার পিছু হটেছে। সামরিক শাসনের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছে। কোন চক্রই বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে নিতে পারবে না। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে দেশকে পরিচিত করিয়েছেন। দেশের মানুষ উন্নয়নের জোয়ারে ভাসছে। উন্নত দেশের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভূক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কিছুদিন পূর্বে বিজয় দিবসের র্যালিতে বদর বাহিনীর কমান্ডার নেতৃত্বে দিয়েছে। আমার নির্বাচনী এলাকায় এমন ঘটনা দুঃখজনক। আমি একজন সেক্টর কমান্ডার হিসেবে লজ্জাবোধ করছি। যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে ওই সকল বদর বাহিনীর কমান্ডারদের দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কলংকিত করেছে তারা কখনোই আওয়ামী লীগের লোক নয়। তারা খন্দকার মোস্তাকের পেতাত্তা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা নাছরিণ জাহান চৌধুরী শেফালী, পৌর আওয়ামী লীগের আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম এ আঊয়াল মজুমদার।
এতে তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মেহের উত্তর ইউপি আওয়ামী লীগ সভাপতি হাজী জাবেদ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউপি সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সূচীপাড়া দক্ষিণ ইউপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, মেহের দক্ষিণ ইউপি সভাপতি ইউপি চেয়ারম্যান সফি আহম্মেদ মিন্টু, চিতোষী পূর্ব ইউপি সভাপতি মোঃ আবুল হোসেন, চিতোষী পশ্চিম ইউপি ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব দেওয়ান, রায়শ্রী উত্তর সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মিজান, টামটা উত্তর সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী, টামটা দক্ষিণ সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান মজুমদার, উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল পাটোয়ারী প্রমুখ। এছাড়া প্রতিটি ইউনিয়নের সভাপতি/সম্পাদক, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।