চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে সামিজিক দূরত্ব বজায় না রাখায় একজন চিকিৎসকের প্রতিষ্ঠানসহ ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা অর্থদন্ড করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্র্যেট।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কালিবাড়ি ও জোড়পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
এ সময় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রাশেদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্য্রেটের সহকারি মাহবুবুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা কর্মকর্তা সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে সামিজিক দূরত্ব বজায় না রাখায় ভূঁইয়া বিগ বাজার ও হৃদরোগের চিকিৎসক এবিএম মাহবুবুর রহমান এর পরিচালিত প্রতিষ্ঠান স্টার ডায়াগনস্টিক সেন্টার কে ২ হাজার টাকা, সাগরিকা ও নকিয়া টেলিকম সেন্টারকে ১ হাজার টাকা করে মোট ৪ ব্যবসায় প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জোড়পুকুর পাড় এলাকায় রূপালী ব্যাংকে সামাজিক দূরত্ব বজায় রেখে লেনদেন করার জন্য কর্তৃপক্ষকে সর্তক করে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানায়, সামাজিক দূরত্ব বজায় না রাখলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।