মিজানুর রহমান রানা
ঢাকায় চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁদপুরের চিকিৎসকদের কর্মবিরতি পালন হবে আজ।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম জানান, গত রোববার ঢাকা মেডিকেল সংলগ্ন চানখারপুল এলাকায় ডিউটিরত অবস্থায় সোহাগ হোটেলে ৬ জন ইন্টার্নী চিকিৎসক রাতের খাবার খেয়ে ফেরার পথে সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন। এতে দু’জন ডাক্তারের হাত-পা ভেঙ্গে যায়। এ ঘটনায় রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ইকবাল আর্সালান। আজ বুধবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও দেশব্যাপী চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে ৪ দফা কর্মসূচি পালন করবে বিএমএ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। কর্মসূচি হচ্ছে : আজ দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত চিকিৎসকদের এক ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন। আগামীকাল ১৫ মে সকল বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বারে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।