রিফাত কান্তি সেন:-
শুরু হলো জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা,ছাত্র,ছাত্রীদের মধ্যে আনন্দ উল্লাস। স্বর্তস্পূর্ত ভাবে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে উপজেলার পরীক্ষার্থীরা। ফরিদগঞ্জের ১০ টি কেন্দ্রে এবার অনুষ্ঠিত হচ্ছে জে,এস,সি পরীক্ষা। আর চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জে,ডি,সি পরীক্ষা। উপজেলায় ৫৮২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ফরিদগঞ্জের অন্যতম একটি কেন্দ্র রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়,এবার সেখানে ৯২৪ জন পরীক্ষার্থী এ বছর জে,এস,সি পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া আগের বছরের ও ৮১ জন পরীক্ষার্থী এবার মানউন্নয়ন পরীক্ষায় অংশ নিবে। রূপসা কেন্দ্রের তদারকি দায়িত্বে রয়েছেন, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব, দুলাল চন্দ্র দে। কেন্দ্র সচিব : বশির আহম্মেদ।( প্রধান শিক্ষক, রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়)। হল সুপার জনাব, সমেরেন্দ্র মিত্র ( প্রধান শিক্ষক কড়ৈতলী উচ্চ বিদ্যালয়)।
তারা আমাদের জানান এবার শান্তিপূর্ন ভাবে,সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে, শেষ হয় দুপুর একটায়। রবিবার- ০১-১১-২০১৫ ইং তারিখ, বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জে,এস,সি) এছাড়া কুরআন মাজিদ ও তাসবিদ পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হলো (জে,ডি,সি) পরীক্ষার। ১৮-১১-২০১৫ ইং তারিখে শেষ হবে পরীক্ষার।
তারা জানান সুষ্ঠভাবে পরীক্ষা নেওয়ার ব্যাপারে তারা সদা ততপর। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ও কেন্দ্রগুলোর পাহারায় নিয়োজিত। নকল ও প্রশ্ন ফাঁস মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে শিক্ষা মন্ত্রনালয় কে ধন্যবাদ জানিয়েছেন অভিবাবকরা। এছাড়া বাংলা ১ম পত্র ও কুরআন মাজিদ ও তাসবিদ পরীক্ষা ভালো হওয়ায় আনন্দিত শিক্ষার্থীরা
। ছবি:- তাফাজ্জল হোসেন পাটোয়ারী।