মনিরুল ইসলাম মনিরঃআজ ২১ নভেম্বর বুধবার থেকে সারাদেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। শিশুদের শিক্ষা জীবনের প্রথম ধাপ এ বোর্ড পরীক্ষায় চাঁদপুর জেলা থেকে এবার ৬০ হাজারেরও অধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এই পরীক্ষার ফলাফলের উপরই প্রাথমিক বৃত্তি দেয়া হয়ে থাকে। জেলার ১৩৫টি কেন্দ্রে আজ থেকে স্কুল ও মাদ্রাসার এই দুই শ্রেণীর পরীক্ষা শুরু হলো। প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যনত্দ দু’ঘণ্টাব্যাপী এই পরীক্ষা হবে। আগামী ২৯ নভেম্বর বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে। মাঝখানে শুক্র, শনি ও রোববার পরীক্ষা নেই। এদিকে সর্ববৃহৎ এই পাবলিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
চাঁদপুর জেলায় এবার এই পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৪শ’ ৯০ জন। যা গত বছরের চেয়ে প্রায় ৬ হাজার বেশি। তবে সংখ্যা বেড়েছে স্কুলের তথা প্রাথমিক শিক্ষা সমাপনীর। আর ক্রমান্বয়ে সংখ্যা কমছে মাদ্রাসার তথা ইবতেদায়ী শিক্ষা সমাপনীর।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার চাঁদপুর জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী হচ্ছে ৫২ হাজার ৭শ’ ২৪ জন। যা গত বছর ছিলো ৪৬ হাজার ৮শ’ ৬৪ জন। এর আগের বছর অর্থাৎ ২০১০ সালে ছিলো ৪৩ হাজার ৮৯ জন। আর এ বছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী হচ্ছে ৭ হাজার ৭শ’ ৬৬ জন। যা গত বছর ছিলো ৭ হাজার ৯শ’ ২৮ জন। আর ২০১০ সালে ছিলো ৮ হাজার ৫শ’ ৪২ জন।
এভাবে দেখা গেছে যে, স্কুলের তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছর বাড়লেও মাদ্রাসার পঞ্চম শ্রেণী সমাপনী তথা ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছরই ক্রমান্বয়ে কমছে।
উপজেলা ভিত্তিক পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা হচ্ছে: চাঁদপুর সদর: প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ৯ হাজার ৯শ’ ৭৫ জন, কেন্দ্র ২৩টি, ইবতেদায়ী ১ হাজার ২শ’ ৫৮ জন; কচুয়া: প্রাথমিক পরীক্ষার্থী ৮ হাজার ২শ’ ২২ জন, কেন্দ্র ১৪টি, ইবতেদায়ী ১ হাজার ৫শ’ ১১ জন; হাজীগঞ্জ: প্রাথমিক পরীক্ষার্থী ৭ হাজার ৩শ’ ৪৯ জন, কেন্দ্র ২০টি, ইবতেদায়ী ১ হাজার ১শ’ ৬১ জন; হাইমচর: প্রাথমিক পরীক্ষার্থী ২ হাজার ১শ’ ৬১ জন, কেন্দ্র ০৬টি, ইবতেদায়ী ৩শ’ ২৭ জন; শাহরাস্তি: প্রাথমিক পরীক্ষার্থী ৪ হাজার ৯শ’ ১৬ জন, কেন্দ্র ১৪টি, ইবতেদায়ী ৭শ’ ১৭ জন; ফরিদগঞ্জ: প্রাথমিক পরীক্ষার্থী ৮ হাজার ৬শ’ ২৫ জন, কেন্দ্র ২৬টি, ইবতেদায়ী ১ হাজার ৭শ’ ৭৫ জন; মতলব দক্ষিণ: প্রাথমিক পরীক্ষার্থী ৪ হাজার ৫শ’ ৬৭ জন, কেন্দ্র ১৪টি, ইবতেদায়ী ৬শ’ ৮০ জন এবং মতলব উত্তর: প্রাথমিক পরীক্ষার্থী ৬ হাজার ৯শ’ ০৯ জন, কেন্দ্র ২১টি, ইবতেদায়ী ৩শ’ ৩৭ জন।