সাখাওয়াত হোসেন মিথুন
মন্ত্রী হিসেবে সংবর্ধনা চাই না, শপথ নিয়েছি সততার সাথে দায়িত্ব পালন করার তা করছি। আলোচনা-সমলোচনার মধ্যে নয়, জনগণের উন্নয়ন করাই আমার কাজ। আগামী এপ্রিল মাসের মধ্যে সারাদেশে ২১ হাজার কিলো মিটার রাস্ত্মার উন্নয়ন কাজ করবে সরকার। নতুন করে রাস্ত্মার কাজ হাতে নেওয়া হবে না। বর্তমান সরকার আগামী ১২-১৩ মাসের মধ্যে মেয়াদী কাজ সম্পন্ন করবে। তখন দেশের যোগাযোগ ব্যবস্থার সুফল বাতাস বইবে। সরকারের ভাবমূর্তি বাড়বে। আজ দুপুরে ২ ঘটিকায় চাঁদপুর হয়ে লক্ষীপুর যাবার সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের নতুন ভাবে চলমান কাজ দেখতে এসে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ আড়ং বাজারে পথসভায় বক্তব্য রাখেন।
ওই পথসভায় তিনি আরোও বলেন, গত ৯ মাসে তিনি ৫৭টি জেলা সফর করেছেন। এই বার উপজেলার রাস্ত্মাঘাট পরির্দশন করবেন। এর আগে মতলব-পেন্নাই সড়ক হয়ে চাঁদপুর জেলা সদর সফর করেছেন। উপজেলার গ্রাম অঞ্চলের রাস্ত্মাঘাট দেখতে তার এ সফর। গৌরীপুর-কচুয়া- হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেহাল দশা তাঁর জানা রয়েছে।
স্থানীয় এমপি মেজর রফিকুল ইসলাম বীর উত্তম ডাকাতিয়া নদীর উপর একটি ব্রীজের কথা বলেছেন, ওই ব্রীজটির করার পরিকল্পনা নিয়েছে সরকার।
হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক প্রসঙ্গে তিনি বলেন, এই সড়কটি ভালো নয়। আগামী ৮ মাসের মধ্যে সড়কটির সম্পন্ন রূপে কাজ শেষ করা হবে। তারপর দেশের দÿিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে।
ওই সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী মফিজুল ইসলাম রাজ। এছাড়া পথসভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আধ্যপক আব্দুর রশিদ মজুমদার নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেন, সহকারী পুলিশ সুপার আবু তারেক, চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম মজুমদার, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারম্নন আল মাছুর কাঞ্চন, সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন,, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির প্রমুখ।
ওইসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।