প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেববাজার চাঁদপুর গ্রামে ফুল ছেঁড়াকে কেন্দ্র করে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ১ এপ্রিল সাহেব বাজার চাঁদপুর গ্রামের মোল্লা বাড়ির মোঃ শুক্কুর মোল্লার শিশু পুত্র শান্ত মোল্লা (৭) ৭১নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে অধ্যয়নরত। ঘটনার দিন শান্ত স্কুলে গিয়ে একটি ফুল ছিড়লে বিদ্যালয় সংলগ্ন গাজী বাড়ির মৃত মোতালেব গাজীর ছেলে আলম গাজী শিশু শান্তকে ফুল ছেঁড়ায় তাকে গাছ থেকে নামিয়ে মাটিতে স্বজোরে ফেললে তার ডান পা ভেঙ্গে যায়। এ বিষয়টি শান্ত’র বড় ভাই সুজন, কামরুন নাহার ও সিয়াম দেখতে পায়। পরে শান্ত পায়ে আঘাতপ্রাপ্ত হলে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শিশু শান্ত’র অবস্থা অবনতি দেখলে ঘটনার দিন দুপুরে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কর্মরত চিকিৎসক শিশু শান্তর পরীক্ষা-নিরীক্ষা করে তার ডান পা ভেঙ্গে যাওয়ার বিষয়টি অভিভাবকদের অবহিত করেন। হাসপাতালে তার ভাঙ্গা স্থানে প্লাস্টার করানোর পর চিকিৎসক হাসপাতালে ভর্তি রাখার জন্য পরামর্শ দেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ও আঘাতকারীদের পক্ষ থেকে শিশু শান্তর পিতা মোঃ আবু সায়েম মোল্লা শুক্কুরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। তাদের কথামত আবু সায়েম মোল্লা কবিরাজী চিকিৎসা করানোর নাম করে তার সন্তানকে বাড়িতে নিয়ে যায়। গত ১১ এপ্রিল শান্তর শারীরিক অবস্থা অবণতি ঘটলে তাকে পুনঃরায় চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়।
গতকাল ১২ এপ্রিল শনিবার ভোররাত ৫টায় শিশু শান্ত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় পরপারে। এ ব্যাপারে মৃত শান্ত’র পিতা আবু সায়েম মোল্লা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, আলমগীর গাজী, নজরুল গাজী, ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পাটওয়ারীকে অভিযুক্ত করে আমার ছেলেকে তারা ফুল ছেড়ার ঘটনায় মারধর করে ডান পা ভেঙ্গে দেয়। ১নং আসামী আমার ছেলেকে উপরে তুলে মাটিতে আছাড় মারে। তাকে হাসপাতালে ভর্তি করানো হলে ১২দিন পর সে মারা যায়। মৃত্যুর খবর পেয়ে সরেজমিনে সাহেববাজার চাঁদপুর মৌজার ৭১নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পাটওয়ারী জানান, শান্ত আঘাতজণিত কারণে মারা যায়নি। কবিরাজী ভূল চিকিৎসায় সে মারা যায়।
তিনি আরো বলেন, যদি আঘাতজণিত কারণে শান্ত মারা যেত, তাহলে ঘটনার সাথে সাথে সে পৃথিবীর মায়া ত্যাগ করতো। বিদ্যালয় মসজিদ সংলগ্ন একটি জবাফুল ছিঁড়তে গেলে আলম গাজী তাকে গাছ থেকে টেনে-হেঁচড়ে নামানোর সময় নাকি হাত ফসকে নিচে পড়ে আহত হয়। এতে শান্তর ডান পা ভেঙ্গে যায় বলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঘটনার পর পরই আমাকে অবগত করে। আমি দ্রুত শান্তকে দেখার জন্য তাদের বাড়িতে ছুটে যাই।
তিনি আরো বলেন, আমাদের কথামত শান্তর পিতা আবু সায়েম মোল্লা চিকিৎসার জন্য তার সন্তানকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেলফোনে তাকে বলেছিলাম যেন শান্তকে হাসপাতালে ভর্তি রাখা হয়। বিকেলেই জানতে পারি শান্তকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে রেখেই শাহ্তলী বেলতলী এলাকার খালেদ কবিরাজের মাধ্যমে লতাপাতার চিকিৎসা করানো হয়। লতাপাতার চিকিৎসার কারণেই শান্তর ডান পা ক্ষত দেখা দেয়। এই কারণেই হয়তো শান্ত মারা গেছে। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম সরেজমিনে ঘটনস্থালে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৫ম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার ও ছাত্র সিয়াম পুলিশের কাছে বলেন, ১ এপ্রিল সকাল সাড়ে ৮টায় শান্ত বিদ্যালয়ে এসে গাছ থেকে ফুল পাড়ার সময় আলম গাজী তাকে পা ধরে টেনে গাছ থেকে মাটিতে ফেলে দেয়। এ সময় শান্তর ডান পা ভেঙ্গে যায়। শিশু শান্তর মৃত্যুর পর থেকে আলম গাজী এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। আবু সায়েম মোল্লা চাঁদপুর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তের ভার দেয়া হয় চাঁদপুর মডেল থানার পুুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আরিছুল হককে। তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হাড় বিশেষজ্ঞ ডাঃ মনিরুল ইসলামের সাথে আলোচনা করে শিশু শান্ত’র লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন। শিশু শান্ত’র মৃত্যুর ঘটনায় সাহেব বাজার চাঁদপুর গ্রামে ক্ষোভ বিরাজ করছে। কেউ বলছে হত্যা, আবার কেউ বলছে ভূল চিকিৎসার জন্য শান্ত মারা গিয়েছে। গতকাল বিকেলে চাঁদপুর গ্রামের ভুট্টো মেম্বার ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আলম গাজীর আপোষ মিমাংসা করে দেয়ার কথা বলে থানা থেকে মৃত শান্ত’র লাশ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যাওয়ার পাঁয়তারা চালায়। পরবর্তীতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম মামলা নেয়ার জন্য উপ-পরিদর্শক নূরু হককে নির্দেশ দেন। আজ ১৩ এপ্রিল রোববার সকালে মৃত শিশু শান্তর ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।