গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উত্তর সেন্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবা পরিবহনকালে তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৭,৬৯০ (সাত হাজার ছয়শত নব্বই) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো : চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার ছরম্বা গ্রামের মোঃ আলী আহম্মদ এর ছেলে মোঃ বদিউল আলম (৩৪), চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার ছরম্বা গ্রামের মোঃ মৃত মফজল মিয়া এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৪), নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ভালাতোর গ্রামের শামসুর রহমানের ছেলে মোঃ ভাসানুর রহমান (৩৪)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও জব্দ করা হয়।
এই ঘটনায় গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
-সংবাদ বিজ্ঞপ্তি।