শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর বিষœপুর ইউনিয়নে নতুন সিএনজি কিনে চাঁদা না দেওয়ায় রনি হাজড়া(২৮) নামে এক যুবককের মাথায় ও শরীরে ছুড়িকাঘাত করে আহত করেছে। বুধবার দুপুর ১টায় উল্টর লালপুর গ্রামের মিয়া হাজরা বাড়ির পাশে এলাকার চাঁদাবাজ তানজিল(১৮) তাকে একা পেয়ে ধাঁরালো ছুরি দিয়ে ছুড়িকাঘাত করে। সিএনজির মালিক রনি হাজড়া মাটিতে লুটে পরে ঞ্জান হারিয়ে ফেলে। এলাকাবাসি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার তার কপাল থেকে ছুড়ি বের করতে না পারায় ও তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। আহতের পরিবারা জানায়, বিষœপুর ইউনিয়নে লালপুর গ্রামের মিয়া হাজরা নজরুল ইসলাম হাজরার ছেলে কিছুদিন পূর্বে নতুন সিএনজি কিনে চালায়। এসময় চাঁদাবাজ তানজিল তার কাছ থেকে টাকা চায়। সে চাঁদা না দেওয়ায় রনি হাজড়া একা পেয়ে মাথায় ও শরীরে ছুড়িকাঘাত করে। তার বুকে, হাতে ও মাথায় রক্তাত্ব জখম হয়। তাকে ঘটনার পর চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে কিন্তু তার মাথা থেকে ধাঁরালো ছুরি ভিতর থেকে ডাত্তার বের করতে না পারায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়। লালপুর গ্রামের হাসান হাজরার ছেলে তানজিল এলাকায়র্ , চাঁদাবাজি, সন্ত্রাসী ও নারীকেলেঙ্কারী সহ
বিভিন্ন অপকর্ম সংঘটিত করেছে। তার বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলতে সাহস পায়না। এয়াড়া সে এলাকায় মাদক সেবন ও বিক্রী করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
শিরোনাম:
বুধবার , ২২ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।