রফিকুল ইসলাম বাবু।
সিএনজি স্কুটারের আঘাতে দুটি পা হারালেন ৯৫ বছর বয়সী বৃদ্ধা জুলেখা বেগম। ২০ জুন মঙ্গলবার শরিয়তপুর জেলার সখীপুর থানার আনন্দ বাজার গ্রামে। আহত বৃদ্ধা ওই গ্রামের ওহাব সরকারের স্ত্রী। মঙ্গলবার দুপুরে বৃদ্ধা জুলেখা বেগমকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধার ছেলে আইয়ুব সরকার জানান, মঙ্গলবার সকালে জুলেখা বেগম বাড়ির পাশের নদীতে গোসল করার জন্য বেরুলে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি স্কুটার তাকে আঘাত করে। এতে জুলেখা বেগম গুরুতর আহত হয়ে পড়লে তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্মরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে ঢাকায় প্রেরণ করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক নুরে আলম মজুমদার জানান, দুর্ঘটনায় জুলেখা বেগমের দুটি পা মারাত্মকভাবে ভেঙ্গে গেছে। এজন্য তার উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকায় প্রেরন করা হয়েছে।