মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার কালিরবাজার (মিয়ার বাজার) রায়েরকান্দিতে রাতের আঁধারে একটি সিএনজি স্কুটার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত ১টার দিকে সিএনজি স্কুটার মালিকের ঘরের পাশে রাখা সিএনজি স্কুটারটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে আগুনের আলো দেখে মালিক ও আশপাশের লোকজন এসে আগুন নেভালেও রক্ষা করতে পারেনি সিএনজি স্কুটারটি। জীবিকা নির্বাহের একমাত্র সম্বল সিএনজি স্কুটারটি হারিয়ে মালিক এখন পাগল প্রায়।
আগুনে পুড়ে যাওয়া সিএনজি স্কুটার মালিক উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের মনির হোসেন বকুল বলেন, বেশ কয়েক বছর আমি প্রবাসে ছিলাম। কিন্তু প্রবাসে তেমন সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসি। কোনো উপায়নত্দর না পেয়ে স্ত্রীর গহনা বন্ধক রেখে ও আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে সংসার চালানোর জন্য সিএনজি স্কুটারটি কিনেছি। প্রায় চার মাস হয় এটি চালাই। তাতে আমার সংসার ভালোই চলছিলো। গত সোমবার রাত ৮টার দিকে সিএনজি স্কুটারটি ঘরের পাশে রাখি। রাত ১টার সময় দুর্বৃত্তরা আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আমার ঘুম ভেঙ্গে গাড়ির নিকট যাই এবং ডাক-চিৎকার দেই। আমার চিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে এসে আগুন নেভায়। কিন্তু আগুন নেভালেও আমার গাড়িটির শেষ রক্ষা আর হয়নি। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। আমার শেষ সম্বল এ সিএনজি স্কুটারটি হারিয়ে এখন আমি নিঃস্ব।
আগুনে পুড়ে যাওয়া সিএনজি স্কুটার মালিক উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের মনির হোসেন বকুল বলেন, বেশ কয়েক বছর আমি প্রবাসে ছিলাম। কিন্তু প্রবাসে তেমন সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসি। কোনো উপায়নত্দর না পেয়ে স্ত্রীর গহনা বন্ধক রেখে ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে সংসার চালানোর জন্য সিএনজি স্কুটারটি কিনেছি। প্রায় চার মাস হয় এটি চালাই। তাতে আমার সংসার ভালোই চলছিলো। গত সোমবার রাত ৮টার দিকে সিএনজি স্কুটারটি ঘরের পাশে রাখি। রাত ১টার সময় দুর্বৃত্তরা আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আমার ঘুম ভেঙ্গে গাড়ির নিকট যাই এবং ডাক-চিৎকার দেই। আমার চিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে এসে আগুন নেভায়। কিন্তু আগুন নেভালেও আমার গাড়িটির শেষ রৰা আর হয়নি। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। আমার শেষ সম্বল এ সিএনজি স্কুটারটি হারিয়ে এখন আমি নিঃস্ব।