চাঁদপুর শহরের নতুন বাজার-পুরাণবাজার সেতুর পালবাজার সংলগ্ন এলাকায় সিএনজি স্ট্যান্ডে চাঁদার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে পৌরসভার পাশে নাজমা মার্কেটের ভূঁইয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুল আউয়াল ভূঁইয়ার হামলায় সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল মিয়াজী গুরুতর আহত হয়।
গতকাল ১ এপ্রিল মঙ্গলবাল দুপুর সাড়ে ১২টায় এ হামলার ঘটনায় তাকে গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পরপর আব্দুল আউয়াল ভূঁইয়া তার দোকান থেকে বের হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুব মোল্লা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত যুবলীগ নেতাদের সান্ত্বনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরণে জানা যায়, গুয়াখোলার নুরু ড্রাইভারের ছেলে আউয়াল ভূঁইয়া ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মুকবুল মিয়াজী পার্টনারে সিএনজি স্ট্যান্ড পরিচালনা করতো। স্ট্যান্ডের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে মুকবুল মিয়াজীর সাথে আউয়ালের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় আউয়াল তাকে একা পেয়ে তার দোকান ভূঁইয়া এন্টারপ্রাইজে জোরপূর্বক ঢুকিয়ে ব্যাপক মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় হামলায় মুকবুল মিয়াজীর বাম চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ ব্যাপারে আব্দুল আউয়ালের কাছে জানতে চাইলে সে বিষয়টি এড়িয়ে যায় এবং বাবু পাটওয়ারী সমস্যাটি সমাধান করে দিয়েছে বলে জানান। এঘটনায় মুকবুল মিয়াজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়। হামলার ঘটনায় সদর থানা যুবলীগের সদস্যরা তীব্র নিন্দা জ্ঞাপন করেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।