শাহারিয়ার খান কৌশিক॥
চাঁদপুর জেলার জনৈক সিআইডি ইন্সপেক্টর যোগদানের পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে সাধারন মানুষের উপর জুলুম নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। সিগারেট দিতে দেরী হওয়ায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে চায়ের দোকানীকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে সিআইডি ইন্সপেক্টর এর বিরুদ্ধে।
গত রবিবার রাত ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে নবাব সিরাজুদৌলা নাটক দেখার পর সিআইডি ইন্সপেক্টর বাইরে বেড়িয়ে চায়ের দোকানদার নাছির উদ্দিনের সাথে এ ঘটনা ঘটায়। নাছির উদ্দিন জানায়, ঘটনার দিন রাতে নবাব সিরাজুদৌলা নাটক শেষ হওয়ার পর মানুষের ভীড় পড়ে যায়। এ সময় সিআইডি ইন্সপেক্টর ১০ টাকার নোট দিয়ে একটি সিগারেট দিতে বলে। সিগারেট দিতে দেরি হওয়ায় তিনি হঠাৎ করে চড়াও হয়ে বাজে ভাষায় গাল মন্দ করে গালে সজোরে চড় মেরে খাবার পানি সহ গ্লাস মুখে ছুড়ে মারে। কিছুক্ষন পরে আবার সাবানের প্লেট গায়ে ছুড়ে মারে। এছারা দেখে নিবে এবং কে আছে বিচার দিস,পারলে আমাকে কিছু করে দেখাস বলে হুমকি প্রধান করে। খোঁজ খবর নিয়ে জানা যায় ২০১৫ সালের জানুয়ারী মাসে খাগড়াচড়ির এই পুলিশ ঢাকা থেকে চাঁদপুরে জেলার সিআইডি ইন্সপেক্টর হিসেবে যোগদান করে। চাঁদপুরে যোগদানের শুরু থেকেই কারনে অকারনে সাধারন মানুষের সাথে সামান্য বিষয় নিয়ে অশোভন আচরন করে। গত শনিবার রাতে শহরের মুক্তিযোদ্ধা সড়কে এক মোটর সাইকেল গ্যারেজে গিয়ে চাকা পান্সার সাড়াতে দেরি হওয়ায় গ্যারেজের মালিককে লাঞ্চিত করে। এ ধরনের ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তার মুঠো ফোন ০১৭১২২৩৬৯৫৮ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি লাইনটি কেটে দেন এবং লোক মারফত প্রতিবেদককে নিউজটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।