প্রতিনিধি
হাজীগঞ্জে সিগারেট পান করাকে কেন্দ্র করে আপন চাচাত ভাইয়ের ঘুষির আঘাতে দু’সন্তান জনকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল মুন্নাফ (৪২)। ঘটনাটি ঘটেছে উপজেলা ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাক্ছিপাড়া গ্রামের খান বাড়িতে। তিনি ওই বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে।
নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, গতকাল সকাল সাড়ে ৮টায় গ্রামের শাহ্জাহানের চায়ের দোকানে বসে মুন্নাফ এবং তার চাচাত ভাই মিজানুর রহমান চা পান করেন। চা পান শেষে মিজান দোকানদারকে সিগারেট দিতে বলেন। তখন মুন্নাফ মিজানকে দোকানে উপস্থিত মুরুব্বিদের সামনে সিগারেট পান না করার জন্য নির্দেশ দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথায় কাটাকাটি হয়। এক পর্যায়ে মিজান ক্ষুব্ধ হয়ে মুন্নাফের কপালের বাম পাশে দু’টি আঘাত করে। এতে মিজান ঘটনাস্থলে অচেতন হয়ে যান। মুন্নাফ এবং মিজান আপন চাচাত ভাই।
পরে মুন্নাফের আত্মীয়স্বজন তাকে বাকিলা বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মুন্নাফকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে মিজানুর রহমানকে একমাত্র আসামী করে হাজীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন। হাজীগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মুন্নাফের ১টি ছেলে ১টি মেয়ে সন্তান রয়েছে। তার স্ত্রী মোমেনা খাতুন ৫ মাসের অন্ত্বঃসত্তা। এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম বলেন, আমি প্রাথমিক তদন্তে জানতে পেরেছি তার চাচাত ভাই মিজান সিগারেট পান করাকে কেন্দ্র করে তাকে (মৃত মুন্নাফকে) দোকানের সামনে প্রকাশ্য মারধর করে। এতে সে অচেতন হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে থাকলে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।