মিজানুর রহমান রানা
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিতর্ক সংগঠন চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষীকি গতকাল বিকাল ৪ টায় লায়ন্স কাব চাঁদপুর এর লায়ন্স শেল্টারে উদযাপন করা হয়। চাঁদপুরে বিতর্ক যাত্রার অব্যাহত ধারাবাহিকতায় সিডিএম তার যাত্রাপথের ৬ বছর পূর্ন করে ৭ম বছরে পদার্পণ করলো। এ উপলক্ষ্যে গতকাল সিডিএম এর মডারেটর ও সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মনোহর আলী, উপদেষ্টা প্রকৌ: মো: দেলোয়ার হোসেন, কল্পনা সরকার, এলিট সদস্য ফারুক আহমদ, নূরূল আমিন খান আকাশ, সিডিএম এর সভাপতি নাজিয়া আহমেদ পিকসী, সহ-সভাপতি মো: হাসান উল্যাহ, মো: সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আছমা আক্তার আঁিখ, কোষাধ্যক্ষ মো: রাহাদ দেওয়ান, প্রচার সম্পাদক আবদুছ ছালাম খান, সদস্য তাপসী রাবেয়া, অপু মজুমদার, ভিভিয়ান ঘোষ এবং মো: কাউছার মিঝিকে নিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষীকির কেক কাটেন। উপস্থিত সকলে চাঁদপুরসহ এ অঞ্চলে শুদ্ধ বিতর্ক যাত্রায় সিডিএম এর অব্যাহত পথচলাকে সাধুবাদ জানান এবং আগামীতে বিতর্ককে আরও বেশি গতিময় করতে সিডিএম অগ্রণী এবং অতীতের মতো নেতৃত্বেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য ২৫ সেপ্টেম্বর ২০১৪ সিডিএম এর জন্মদিন থাকলেও আগামী ২৬-২৭ সেপ্টেম্বর ঢাকার বাংলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) আয়োজিত ৭ম বিডিএফ জাতীয় বিতর্ক উৎসব ২০১৪-এ অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করার কারনে আনুষ্ঠানিকভাবে সিডিএম এর জন্মদিন গতকাল উদযাপন করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর বাংলা একাডেমী প্রাঙ্গনে সিডিএম এর বার্ষিক সাধারণ সভা এবং ২০১৪-১৫ সালের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হবে।