মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সিপাইকান্দি বরোপীট মৎস্য খামারটি বনায়নের নামে অবৈধ ভাবে লীজ গ্রহনের মাধ্যমে বালু ভরাটের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। বুধবার বিকেলে সিপাইকান্দি বরোপীট সংলগ্ন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ীবাঁধে সিপাইকান্দি গ্রামের নারী-পুরুষ- শিশু- কিশোররা মানববন্ধন করে। মানববন্ধন শেষে জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্ষতিগ্রস্থ জমির মালিকগণের আয়োজনে সিপাইকান্দি বরোপীট ভূমি দস্যুদের হাত থেকে রক্ষার্থে সংবাদ সম্মেলন করেন।
ক্ষতিগ্রস্থ মোঃ সিরাজুল ইসলাম মিয়াজী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৯৯৩-৯৪ অর্থ বছরের এফসিডিআই প্রকল্পের আওতায় পানি সম্পদ এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যৌর্থ স্মারকে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সিপাইকান্দি বরোপীটটি ৯৮ মেট্রিক টন গম বরাদ্দের মাধ্যমে মাছ চাষের উপযোগী করে উন্নয়ন করা হয় এবং সেই থেকে বিভিন্ন সময়ে নানাহ মাঠচাষী সমিতির মাধ্যমে মাধ্যমে রাজস্ব আদায় করে মৎস্য চাষ হয়ে আসছে।
এছাড়া যে সকল কৃষকের চাষী জমি অধিগ্রহন করে বেড়িবাঁধ নির্মাণ করা হয় তারা সকলেই নিম্ন আয়ের মানুষ এবং এই জলাশয়ের তীরবর্তী বাসিন্দা। আমরা সকলেই পরোক্ষ ভাবে এই জলাশয়ের সুবিধাভোগী। এই জলাশয়ের বিভিন্ন পাড়ে আমরা বসবাস করি বিধায় এখানে শতশত লোক গোসল করে, গবাদী পশু গোসল করাই, আমাদের পালিত শত শত হাঁস সাঁতার কাটে। জলাশয়ের পাড়ে একটি জামে মসজিদ থাকায় শত শত মুসুলি নামাজের অজু করে, এতসব সুবিধাভোগীদের কথা বিবেচনা করে এবং দেশে মাছের চাহিদা পূরণে এফসিডিআই এর শর্ত বিবেচনায় বেআইনী ভাবে প্রদানকৃত বনায়নের জন্য দেয়া লীজ বাতিল করা জর“রী ও বাতিলের জোর দাবী জানাই। পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল সম্পূন্ন বেআইনী বাবে মৎস্য খামারটি বনায়নের জন্য সিপাইকান্দি গ্রামের মোঃ নুরুল হক প্রধানের স্ত্রী সেলিনা আক্তার ও ঠেটালিয়া গ্রামের মোঃ আলমগীর হোসেনের স্ত্রী মমতাজ আক্তার হ্যাপির নামে লজি প্রদান করে।
তারা লীজ নিয়ে মৎস্য খামারটি বালু দিয়ে ভরাট করার জন্য ড্রেজার লাগায় এবং কিছু অংশ ভরাটও করে। বর্তমান নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী সিপাইকান্দি মৎস্য খামার উপযোগী বরোপীটটি বনায়নের জন্য লীজ গ্রহন আইনত অকার্যকর ঘোষনা করেছেন এবং ইহা অবশ্যই আইনের পরিপন্থী বলে উলেখ করেছেন। যার স্মারক নং-টি ১০/৬৮৭।
তিনি আরো বলেন, মঙ্গলবার বিকেলে ঠেটালিয়া বাজারে সেলিনা বেগমের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিপাইকান্দি যে সকল ব্যক্তিবর্গের নামে পাইপ ভাংচুর, বাড়ীতে হামলা, মারধর লুটতরাজের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূন্ন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এহেন সংবাদ সম্মেলনে জনগণের নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের উপস্থিতি ও পক্ষপাতিত্বমূলক আচরণ দুঃখজনক ও উস্কানিমূলক। আমরা গভীর বাবে উপলদ্ধি করছি তথাকথিত সংবাদ সম্মেলনে সুকৌশলে আইনশৃক্সখলা বাহিনীকে বিতর্কিত করে ও এলাকার প্রতিপক্ষ বানিয়ে ভূমি দস্যু ফায়দা লুটার অপচেষ্টা চালানোর চেষ্টা করছেন। সময়মতো আইনশৃক্সখলা বাহিনীর উপস্থিতি ও হস্তক্ষেপে উভয় পক্ষ বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পায়। সময়মত হস্তক্ষেপের কারনে আইনশৃঙ্খলা বাহিনীকে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে ধন্যবাদ জানায়।
পরিশেষে সকল মৎস্য চাষী ও জলাশয় সুবিধাভাগীদের পক্ষে আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বনায়নের উদ্দেশ্যে প্রদানকৃত লীজ বাতিল করে জলাশয়টি রক্ষার অনুরোধ জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাজী শুক্কুর আলী, তোফাজ্জল হোসেন মেম্বার, শাহজাহান বেপারী, আলী মিয়া বেপারী, মোখলেছুর রহমান, হালিম সরকার, আঃ মজিদ বেপারী, মোহাম্মদ আলী বেপারী, সেলিম ভূঁইয়া, ফজলুল হক, মোশাররফ হোসেন, নলু ভূঁইয়া, নুরু মিয়া।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।