চাঁদপুর: চাঁদপুরের পলাতক এক জামায়াত নেতাকে দেড় মাস পর আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে সিলেটের মৌলভীবাজার থেকে আটক করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, শেখ হাবিবুর রহমানের (৪৫) নামের এই ব্যক্তি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার। এই নেতাকে ‘ডিবি পুলিশ অপহরণ করেছে’ এমন অভিযোগে তার পরিবারের লোকজন গত ১৭ জুন চাঁদপুর সদর মডেল থানায় এবটি সাধারণ ডায়েরী করে।
থানায় হাবিবুর রহমানের স্ত্রী শাবানা বেগম অভিযোগ করেন, গত ১৬ জুন সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে সদর উপজেলার বাগাদী মাদ্রাসার সামনে থেকে একটি মাইক্রোবাস দিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়। তিনি গ্রেফতারের পর তার ব্যক্তিগত মোবাইল নাম্বার (০১৯৪৩৯৮৪৯০৯) থেকে ছোট ভাই ওসমানের মোবাইল নাম্বারে (০১৯১৬৬৪৩৯০৫) ফোন করে জানান, তাকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে।
এর পরপরই তার মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। তার ব্যক্তিগত মোটর সাইকেলটি বাগাদী মাদ্রাসার সংলগ্ন সড়কে পাওয়া যায়। পুলিশ সুপার আমির জাফর জানান, জামায়াত নেতা হাবিবুর রহমানকে কেউ অপহরণ করেনি। সে নিজেই দীর্ঘদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। পলাতক এই জামায়াত নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।