শাহরাস্তি প্রতিনিধি : স্ত্রীর কাছে স্বামী- মায়ের কাছে সন্তান- এমন স্বর্গের নাম দাম্পত্য। কিন্তু সুখের স্বর্গও তুচ্ছ হলো নিষ্ঠুর পরকীয়ার কাছে। এতে স্বামী হারালো তার স্ত্রী-২শিশু হারালো তাদের মাকে। এমনি একটি নিষ্ঠুর ঘটনা – চাঁপুররের শাহরাস্তিতে ঘটেছে। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে স্বামী পরিবারের লোকজন। অভিযোগের আলোকে গত রোবাবর রাত ৯টায় ২ শিশু- বশির (৪) ও রাফসান (২) কে তাদের দাদীর হাতে তুলে দেন থানা কর্তৃপক্ষ। এসময় মায়ের জন্য অবুঝ দুই শিশুর কন্যায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরান ঘটে। এঘটনায় ২ শিশুর পিতা প্রবাসে থাকা আঃ করিম গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৭ এপ্রিল উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী ছোট বাড়ির মৃত রুস্তম আলীর পুত্র আবদুল করিমের সাথে পৌর ২নং ওয়ার্ডের সুয়াপাড়া বেলাচি বাড়ির মৃত ফয়েজ উল্লার কন্যা রূমা আক্তারের বিয়ে দেয়। বিয়ের পর স্বামী আঃ করিম প্রবাস জীবন শুরু করে। স্বামীর আসা-যাওয়ার মাঝেই রুমা ২ পুত্র সন্তানের মা হয়।
ছোট সন্তানের জন্মের বেশ কিছু দিন পর রুমা হঠাৎ তার বাঙ্গালী নারীর চরিত্র পরিবর্তন করে পর পুরুষে আসক্ত হতে লাগলো। এ সময় তার স্বামী অভাগা আঃ করিম প্রবাসে ছিলো। ঘটনাটি ছড়িয়ে পড়লে করিম তা জানতে পারে। কিন্তু স্ত্রী রুমার প্রতি তার নিখুঁত ভালোবাসার কারনে সে তাকে অবিশ্বাস করেনি। স্বামী আঃ করিমের সরলতার সুযোগে সে তার গচ্ছিত অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গত ১২ অক্টোবর ২০১২ তারিখে পর পুরুষের সাথে পালিয়ে যায়। থানায় অভিযোগের আলোকে জানা যায়, একই উপজেলার মেহার উত্তর ইউনিয়নের ঘুঘুশাল গ্রামের মৃত হাসান আলীর পুত্র শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গার সমতা ইলেকট্রনিক্সের মালিক আবদুর রশিদ হচ্ছেন রুমার পর পুরুষ। অন্য একসূত্রে জানা যায়, রুমার পরকীয় পুরুষ আঃ রশিদ ৩ সন্তানের জনক। এ বিষয়ে এলাকাবাসী জানান, রুমা ও রশিদের একটি ভুলের কারনে দু’টি সংসার ও ৫টি সন্তানের জীবন নষ্টের পথে। যে নারী স্বামীর সম্মান ও মর্যাদা রাখতে ব্যর্থ সে নারী কুলের কলংক। অন্য দিকে রশিদের ঘরে থাকা স্ত্রী আজ তার স্বামীর এহেন ন্যাক্কারজনক ঘটনায় পাগল প্রায়। রশিক জনতা বলেন, বুড়ো বয়সে ভীম রতি হয়েছে তাদের। বিশ্বস্ত সূত্রে জানা যায়, নারী পিপাসু রশিদ এর আগেও নারী সংগঠিত বেশ ক’টি ঘটনা ঘটিয়েছে। এতোসবের পরও তার স্ত্রী তাকে মেনে নিয়েছিলো- তবে এবারের ঘটনায় সামনে কি ঘটবে তা দেখার অপেক্ষায় এলাকাবাসী।