দেলোয়ার হোসাইন॥
এক সময় অতি স্মার্ট লোকেরা নিজেদেরকে স্মার্ট হিসেবে উপস্থাপন করতে ব্লাক মোর সহ বিভিন্ন ধরনের বিদেশী ও সুগন্ধিযুক্ত সিগারেট গ্রহন করতেন। তবে সিগারেটগুলোর দেখা সাধারণত রাজধানী সহ নামী দামী শহরে পাওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে এসে সিগারেটগুলো হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। যেহেতু সিগারেটগুলোর সাইজ ও কালার সাধারন সিগারেট থেকে একটু ভিন্ন তাই এসব সিগারেট প্রকাশ্যে কেউ গ্রহণ করলে, আশে পাশের সকলেই তাকিয়ে থাকত। সিগারেটের মূল উৎপাদনকারী ভারত তবে বর্তমানে কিছু কিছু বাংলাদেশেও উৎপাদন হচ্ছে। সিগারেটগুলো বেশ সুগন্ধিযুক্ত ও তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় বিধায় অন্যান্যদের সাথে কোমলমতি শিক্ষার্থীরাও তা সেবনে পিছিয়ে নেই। চাঁদপুর শহর সহ জেলার অধিকাংশ বাজারগুলোতে সচারাচর পাওয়া যাচ্ছে। তার মধ্যে খুচরা মূল্যে ব্লাক ১০টাকা, মোর ১৮ টাকা, মোন্ড ৮ টাকা, ইজিলাইট ৮ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে ব্লাক ভারতীয়গুলোর পাশাপাশি দেশীগুলোও পাওয়া যাচ্ছে। দেশী ব্লাকের খুচরা মূল্য ৬টাকা। এগুলোর মধ্য থেকে স্কুল পড়–য়া ছেলেদের নিকট ব্লাক ও মোর বেশি প্রিয়, আর মেয়েদের নিকট ৮টাকা মূল্যের মোন্ড সিগারেটটা বেশি প্রিয়। এসব অবৈধ ভারতীয় সিগারেটগুলো শহরের পাশাপাশি চাঁদপুরের বেশিরভাগ চা দোকান ও কনফেকশনারীতে পাওয়া যাচ্ছে। সিগারেট সেবনকারী একাধিক স্কুল ছাত্রের কাছ থেকে জানা যায় তারা এগুলো আইসক্রিম-চকলেটের ন্যায় সখেরবশত সেবন করছেন। তাদের দাবি সিগারেটগুলো বেশ সুগন্ধিযুক্ত হওয়ায় সেবন করার পর মুখ থেকে দুর্গন্ধের বিপরীতে সুগন্ধি আসে, তাই তার এগুলো বেশ আনন্দের সাথেই সেবন করে। সিগারেটগুলো উৎস কোথায়? এমন অনুসন্ধানে জানা যায় সদরের অধিকাংশ বাজারের দোকানদারগন সিগারেটগুলো পুরাণবাজার থেকে সংগ্রহ করেন। তবে পুরাণবাজার কোন দোকান থেকে সংগ্রহ করা হয়, এমন প্রশ্নের উত্তর খুচরা বিক্রেতাগন এড়িয়ে যান। ব্লাক ও মোর জাতীয় ভারতীয় সিগারেটগুলোর বিক্রয়ে লাভ কেমন ও তার বিক্রি হয় কেমন, এমন প্রশ্নের জবাবে খুচরা বিক্রেতাদের মধ্য থেকে একজন জানান, আগে তারা ঈদ ও হিন্দুদের পূজা উৎসব কেন্দ্রিক পাইকারী সংগ্রহ করতো, কিন্তু এখন হরহামেশা সিগারেটগুলো বিক্রি বেড়ে যাওয়ায়, সবসময় সাধারণ সিগারেটের সাথে এগুলো তারা পাইকারী ক্রয় করে রাখেন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতন অভিভাবকগন বেশ চিন্তিত। কেননা স্কুল ছাত্র-ছাত্রীরা এগুলো থেকেই ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের নেশাদ্রব্যে জড়িয়ে পড়ে। বিষয়টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী জরুরী।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।