মতলব উত্তর উপজেলার আওয়ামীলীগের সুজাতপুর বাজার ইউনিটের উদ্যোগে মঙ্গলবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে ইউনিট আওয়ামীলীগের সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরুল আমিনের উপস্থাপনায় ইফতার মাহফিল উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদউলাহ প্রধান, যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন মাষ্টার, দপ্তর সম্পাদক সেলিম সরকার, গজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সুলতানাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন, সুলতানাবাদ ইউনিয়ন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মজিবুর রহামন, দূর্গাপুর ইউনিয়ন ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক খাজা আহমেদ, আওয়ামীলীগ নেতা তাফাজ্জল হোসেন মেম্বার, মুক্তার হোসেন, কামরুল ইসলাম, আলী মিয়া বেপারী, শুক্কুর আলী, মনির হোসেন, শাহজাহান, যুবলীগ নেতা মাইনুদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান ফাহিম, কালা সুজন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল-আমিন, শাওন সরকার প্রমূখ।