স্টাপ রিপোর্টার ॥
চাঁদপরু সদর উপজেলার রামপুর ইউনিয়নে সুদের টাকা বকেয়া থাকায় অসহায় রিক্সা চালককে মারধর করেছে স্থানিয় এক সুদদাতা। একই এলাকার তফাদার বাড়ীর আহত রিক্সাচালক খালেক জানায়, গত ৬ মাস পূর্বে একই বাড়ীর ডাক্তার আওয়াল মিয়ার ছেলে সবুজের কাছ থেকে ২০ হাজার টাকা সুদের উপর ঋণ নেয়। প্রতিমাসে উক্ত ২০ হাজার টাকার মুনাফা ২ হাজার টাকা করে বিগত ৬ মাসে ১২ হাজার টাকা দিয়ে আসছে। কিন্তু গত ২৪ অক্টোবর সকাল সারে ১০ টায় সবুজ এসে খালেদকে ঘর থেকে ডেকে পাশের ক্ষেতে নিয়ে যায়। এ সময় তার সুদের পুরো টাকা পরিশোধ করতে বলে। খালেদ কিছুদিন সময় চাইলে সবুজ তাতে কর্নপাত না করে খালেদকে এলো পাতারি ভাবে মেরে ধান ক্ষেতে ফেলে চলে যায়। খালেদের ডাকচিৎকারে বাড়ীর ও আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। হাসপাতালে ২ দিন থাকার পর সবুজ তার লোকজন দিয়ে হাসপাতাল থেকে তার ছিট কেটে দেয়। অসহায় খালেদ নিরুপায় হয়ে অসুস্থ অবস্থায় বাড়ী চলে আসে। বাড়ীতে আসার পর ঐদিন রাতেই তার কান দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। এ ঘটনা এলাকার লোকজনকে জানালে তারা সকলে মিলে সবুজের পরিবারকে চাঁপ দেয় এবং খালেদকে পুনরায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার জন্য বলে। তারই সুবাদে সবুজের বাবা এলাকার লোকজনের চাপে খালেদকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করায়। সেখানে ২ দিন রাখার পর রক্ত পরা কিছুটা বন্ধ হলে ডাক্তারের ব্যাবস্থা পত্র নিয়ে তাকে বাড়ী নিয়ে আসে। বর্তমানে খালেদ অসুস্থ অবস্থায় বিছনায় দিন কাটাচ্ছে। সে তার বৃদ্ধ মা ও শিশু সন্তান সহ ৭ সদস্য বিশিষ্ট পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যাক্তি। বর্তমানে তার অসুস্থতার জন্য এ পরিবারটির অন্য সদস্যরা না খেয়ে দিন যাপন করছে। এ ঘটনায় সবুজের পিতা ডাক্তার আওয়াল মিয়ার সাথে আলাপ কালে তিনি জানান, সবুজ রিক্সাচালক খালেদকে সুদমুক্তভাবে ২০ হাজার টাকা হাওলাত দেয়। সেখান থেকে ৮ হাজার টাকা সবুজ পাওনা রয়েছে। সেই টাকা খুজতে গেলে খালেদ অনেকবার তাকে ঘুরিয়েছে। ঘটনার দিন সবুজ খালেদকে মাত্র দু‘একটি চর থাপ্পর দেয়। খালেদ পুর্ব থেকেই অসুস্থ ছিলো। এ সামান্য আঘাতে যে এতো বড় হবে তা জানতামনা। তার পরেও আমরা সকল ধরনের চিকিৎসা ব্যায় গ্রহন করছি। খালেদ একটু সুস্থ হলে এলাকার লোকজন নিয়ে বসে বিষয়টি মিমাংশা করে দিব। এ ব্যাপারে ঐ এলাকার সাবেক ইউপি মেম্বার শানু মিয়া সহ আরো কয়েকজনকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা শিকার করে। ভুক্তভোগি পরিবারটি একটি সুষ্ঠ বিচারের দাবীতে অপেক্ষায় রয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।