ফাহিম শাহরিন কৌশিক খান ==
চাঁদপুর জেলারর ফরিদগঞ্জ উপজেলার মুলপাড়া গ্রামের রাসেল(১৩) নামে এক এতিম হতদরিদ্র কিশোর সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় একতা বাজার মজুমদার বাড়ির সুপারি গাছের সুপারি পারতে গিয়ে গাছ ভেঙ্গে নীতে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। জানা যায়, একতা বাজারের সাথে মজুমদার বাড়ির সৌদি প্রবাসী ফারুক মজুমদারের স্ত্রী ফাতেমা বেগম তাদের সুপারি গাছ থেকে সুপারি পাড়ার জন্য রাসেলকে বলে । সে টাকার বিনিময় ও পরিবারের খোরাক যোগাতে সুপারি পাড়তে গাছে উঠে। আকস্মিক ভাবে গাছটি ভেঙ্গে গেলে রাসেল নিচে পড়ে গুরুতর আহত হয়। তার বাম পাঁ পুরোটাই ভেঙ্গে যায় ও মাথায় মারাত্মক আঘাত পায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, বর্তমানে রাসেলের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানায়, মুলপাড়া কবিরাজ বাড়ির মৃত কুদ্দুস কবিরাজের ছেলে রাসেল । তার বাবা রিক্সা চালাতে গিয়ে গত কয়েকমাস পূর্বে অসুস্থ্য অবস্থায় মারা যায়। আহত কিশোর রাসেলের মা মানসিক রোগী হওয়ায় তার দেখাশুনার কেউ নেই । যদি কোন বিত্তবানরা সহযোগীতার হাত বাড়ায় তাহলে এই কিশোরটির জীবন রক্ষা পাবে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।