গতকাল শনিবার ৫ অক্টোবর সকালে হাজীগঞ্জের জাতীয় ও স্থানীয় পত্রিকার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হাজীগঞ্জের কৃতি সন্তান এ্যাডভোকেট নূর জাহান বেগম মুক্তা। মতবিনিময় কালে তিনি আরো বলেন, আমি হাজীগঞ্জের সন্তান হাজীগঞ্জ বাসীর জন্য কিছু করতে পারলে নিজেকে গৌরববোধ মনে করব, সুখে দুঃখে পাশে থাকব।
হাজীগঞ্জ বাজারস্থ সৌদিয়া চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় এ সময় এ্যাডভোকেট নূর জাহান মুক্তা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন্নাহার হলের সাধারণ সম্পাদক ছিলাম। আমার বাবা এ্যাডভোকেট মরহুম আবু জাফর মোঃ মঈন উদ্দিন এ অঞ্চলের সংসদ সদস্য ছিলেন। এছাড়া গত নির্বাচন পূর্বক বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তৃণমূল নেতা কর্মীদের মূল্যায়নে হাজীগঞ্জে আমি প্রথম হয়েছি। পার্টি আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি এ অঞ্চল থেকে নির্বাচন করবো। আবার পার্টি যদি চিন্তা করে আমাকে রেখে অন্য কাউকে মনোনয়ন দেবে তাহলেও দলীয় সিদ্ধান্তে আমি কাজ করবো। অপর এক প্রশ্নে তিনি আরো বলেন, হাজীগঞ্জের সাংবাদিকদের বসার কোন স্থান নেই। সংবাদ লেখার জন্য উপযুক্ত পরিবেশ নেই। আপনারা সাংবাদিকরা স্থান নির্ধারণ করে জেলা পরিষদ কিংবা জেলা প্রশাসক বরাবর নিয়ম অনুযায়ী আবেদন করে আমাকে জানালে আপনাদের জন্য আমি সর্বত্মক সহযোগীতায় এগিয়ে আসবো। মত বিনিময় সভায় এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বতু, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও কলামিষ্ট মাহামুদুল বাসার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম,এ হাসান লিটন, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনীর, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক ও ডেসটিনি প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, মানবসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খাজা সফিউল বাশার রুজমন সহ সকল সাংবাদিক বৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।