মনে পড়ে,মনে পড়ে কি সখা?
এমনি এক হেমন্তের সন্ধ্যায়
কত গল্প কবিতা গানে কেটেছে সময়
ধোঁয়াশা কুয়াশা জড়ানো ভালোবাসায় !
মনে কি পড়ে না,একটুও না
সেই নবান্নের উৎসবে আনন্দে
হারিয়ে যাওয়া হৃদয়ের ভেতর
কী এক নৃত্যপাগল ছন্দে !
ভুলে গ্যাছো সেই হেমন্ত
সেই কার্তিক,সেই অঘ্রাণ
ভুলেছো সেই গুবাক তরুর সারি
সেই আলোছায়া আবছা বাতায়ন !