সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলম হৃদয়
সৌদি আরবে কর্মরত অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার প্রক্রিয়ার মেয়াদ গত ৩ নভেম্বর রোববার শেষ হয়েছে। ফলে এখানে কর্মরত অবৈধ শ্রমিকদের গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার সন্ধ্যায় সৌদি শ্রম মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায়, সৌদি আরবে বসবাসরত কর্মরত অবৈধ বিদেশী নাগরিকদের কোনো ধরনের শাস্তি ও জরিমানা ছাড়া বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সৌদি সরকার। প্রথম দফায় এ প্রক্রিয়ায় সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ না পাওয়ায় সৌদি বাদশাহ আব্দুল্লাহ-বিন-আব্দুল আজিজ আল সৌদ দ্বিতীয় দফায় ৩ নভেম্বর পর্যনত্দ এ সুযোগ দিয়েছিলেন। এ ব্যাপারে তার কাছে আবারো সময় বৃদ্ধির আবেদন করা হলে তিনি তা নাকচ করে দেন। ফলে গতকাল ৪ নভেম্বর সোমবার হতে সৌদি পুলিশকে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করার নির্দেশ দেয় সৌদি শ্রম মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ পর্যনত্দ ৪০ লাখ অবৈধ অভিবাসী এ প্রক্রিয়ায় নিজেদের বৈধ করতে সক্ষম হয়। ১০ লাখ শ্রমিক স্বেচ্ছায় সে দেশ ত্যাগ করে অন্যত্র চলে যায়। এক প্রশ্নের জবাবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র মানসুর আল তুর্কী জানান, অবৈধ শ্রমিকদের গ্রেফতার এবং বৈধদের মাঝে সুষ্ঠু কর্ম পরিবেশ দেয়া হবে।