মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
সৌদি আরবে ডিজিটাল পাসপোর্ট নিয়ে দারুণ বিপাকে প্রবাসী বাংলাদেশীরা। গত ১৪ মার্চ সৌদি আরব বাংলাদেশ দূতাবাসে গেলে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবার হাতেই পাসপোর্ট। এ ব্যাপারে তাদের কােছ জানতে চাইলে তারা বলেন, আমরা দারুণ বিপাকে আছি ভাই। বাংলাদেশ সরকার আমাদের ডিজিটাল পাসপোর্ট বানাতে বলেছে, তাই আমরা পাসপোর্ট বানিয়েছি। তাতে আমাদের কাল হয়েছে। আমাদেরকে যে পাসপোর্ট দিচ্ছে এটাতে মূর্তির ন্যায় ছবি থাকাতে এখন সৌদি সরকার তা গ্রহণ করেছ না। আমাদের কী হবে? আমরা অনেকেই আছি যারা দেশে যেতে চাই, এখন যেতে পারিছ না। এ পাসপোর্ট নিয়ে আমরা বিপাকে পড়েছি।
এ বিষয়ে বাংলাদেশ সরকারকে জরুরিভাবে উদ্যোগ নেয়ার জন্য সৌদি প্রবাসীরা আকুল আবেদন জানিয়েছেন। অনেক ক্ষেত্রে দূতাবাসের লোক প্রবাসীদের সহযোগিতা করে না বলে তারা জানিয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালেয়র হস্তক্ষেপ কামনা করেছেন।