পবিত্র ওমরাহ পালনসহ স্বল্প সময়ের ভিসায় বিভিন্ন কাজে সৌদি আরব গিয়ে আটকা পড়েছেন এমন ২০ হাজার বাঙালিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তারা করোনাভাইরাসের বিষয়টি শুরু হওয়ার আগেই সৌদি আরব গিয়েছিলো। কেউ ওমরাহ পালনের জন্যে গিয়েছে, আবার কেউ অন্য প্রয়োজনীয় কাজেও গিয়েছে। কিন্তু যখন করোনাভাইরাসের প্রকোপ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তখন সৌদি আরবে লোক যাতায়াত বন্ধ হয়ে যায়। এমনকি সে দেশে জরুরি অবস্থাও জারি করা হয়। এ অবস্থা এখনো চলছে। এমতাবস্থায় ওমরাহ পালনসহ স্বল্পমেয়াদী ভিসায় বাংলাদেশ থেকে যারা সৌদি আরব গিয়েছেন, তারা সেখানে আটকা পড়ে যান। এমন ২০ হাজার বাঙালিকে ফেরত আনতে যাচ্ছে সরকার। আগামী সপ্তাহ থেকেই এদের আসা শুরু হবে। এদের প্রত্যেককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবে। চাঁদপুর জেলায়ও এমন ৩শ’ সৌদিফেরত মানুষকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবে। ইতিমধ্যে এমন কিছু প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ক’জন সেনা কর্মকর্তা। যারা ওইসব প্রতিষ্ঠানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবে। প্রতিষ্ঠানগুলো হলো : আক্কাস আলী রেলওয়ে একাডেমী, টেকনিক্যাল স্কুল এবং শাহরাস্তি উপজেলার ক’টি। এছাড়া কুমিল্লায় রাখা হবে ৮শ’ জনকে। চাঁদপুর এবং কুমিল্লায় যারা থাকবেন তারা কুমিল্লা সেনানিবাসের তত্ত্বাবধানে থাকবেন। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।