সংসদে বিচারপতিদের অভিশংসন আইন পাসের প্রতিবাদে সোমবার সারাদেশে হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠকে ২২ সেপ্টেম্বর এ বিষয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার নীতিগত সিদ্ধান্ত হয়। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে সোমবার হরতালের সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।