মিজানুর রহমান রানা
সোস্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৫টায় শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের ২য়তলায় গ্রাহকের সাথে ব্যাংকের সুসম্পর্ক ও আন্তরিকতা বৃদ্ধির ল্েয সোস্যাল ইসলামী ব্যাংক লি. চাঁদপুর শাখার উদ্যোগে ‘মাহে রমজানের দান ও সাদকাহর গুরুত্ব ও এসআইবিএল প্রবর্তিত ক্যাশ ওয়াকফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে আয়োজন করা হয়।
ব্যাংকে চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ব্যাংকের শরীয়াহ বোর্ডের সুপার ভাইজারী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. রফিকুর রহমান। এ সময় তিনি বলেন, রমযান মাস একটি মহিমান্বিত ও বরকতময় মাস। এ মাসে দানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে তিনি পবিত্র কোরআনের বিভিন্ন সূরা ও হাদিসের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি ব্যাংকিং সেবার মাধ্যমে দান করার জন্য এসআইবিএল প্রবর্তিত ক্যাশ ও ওয়াকফ এর কথা তুলে ধরেন। তিনি বলেন, ক্যাশ ওয়াকফ এখন শুধু দারিদ্রতা দূরীকরণের হাতিয়ারই নয়, বরং ব্যাংকিং খাতের জন্য আরো বেশি অর্থ বহন করে। সবাইকে একটি করে ক্যাশ ওয়াকফ হিসাব খোলার জন্য আহ্বান জানিয়ে এবং সবার উপস্থিতিতে একটি সুন্দর ও সার্থক মাহফিলের জন্য ধন্যবাদ জানিয়ে শাখা ব্যবস্থাপক মো. ফজলুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রধান সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন, অপারেশন ম্যানেজার মো. নূরুন নবী, বিনিয়োগ কর্মকর্তা মো. মাহাবুব আলম, ব্যাংক কর্মকর্তাস মো. মহসিন, তানভীর আহমেদ সিদ্দিকী, নজরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ। এছাড়াও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গ্রাহক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।