সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন সূত্রে জানা যায়, সৌদি আরব দুমড়া নামক এলাকায় কাজ থেকে বাসায় ফেরার পথে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। গাড়িতে থাকা ৭ জনের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান। মৃত তিনজন হলেন মোঃ জালাল (৩৫) নোয়াখালী, মোঃ রনি (৩০) ভৈরব ও মোঃ মাসুম (৩৭) কুমিল্লা। বাকি যে ৪ জন আহত হয়েছেন তাদের সবাইকে দুমড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলেন্ট ড. মিজানুর রহমানের সাথে আলাপ হলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিয়েছি। তাদের মরদেহ দেশে পাঠাতে যা করনীয় আমরা তার সব ব্যবস্থা করছি। তবে তারা সবাই দুমড়া আল এনাবি কোম্পানির কর্মচারী। বর্তমানে ঈদের বন্ধ পড়ে যাওয়াতে এখন কিছু করতে পারছি না। ঈদের পরে নিহতদের দাবি নিয়ে কোম্পানির সাথে আলাপ হবে বলে তিনি জানান।