শাহরাস্তি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির চিতোষী বাজারে মঙ্গলবার সন্ধ্যায় স্কুল ছাত্রীর ছবি তোলার জের ধরে সৃষ্ট সংঘর্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছে। উত্তেজিত জনতা এ সময় চিতোষী পুলিশ ফাঁড়ি ঘেরাও, ইট পাটকেল নিক্ষেপ ও বাজারে দোকানপাট ভাংচুর করে।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ এপ্রিল বিকালে চিতোষী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র জুয়েল (২২) মোবাইল ফোনে পাশ্ববর্তী চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার রিতার ছবি তোলে। এ ঘটনায় একই বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র নূর মোহাম্মদ রাফসান (১৭) প্রতিবাদ জানায়। পরদিন ৯ এপ্রিল বিকালে জুয়েল রাফসানকে ডেকে মারধর করে। (স্থানীয় ভাবে জুয়েল বিএনপি সমর্থিত ও রাফসান আ’লীগ সমর্থিত) রাফসান বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে পরিবারের লোকজন ও স্থানীয় উত্তেজিত আ’লীগ নেতাকর্মীরা বাজারের দিকে আসতে থাকে। ওই সময় স্থানীয় বিএনপির হরতালের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। ধেয়ে আসা আ’লীগ ও মিছিলের প্রস্তুতিরত বিএনপি কর্মীদের মাঝে সংঘর্ষ বাধলে রাফসান (১৭), আলম (২২) ও সেলিম (৩০) আহত হয়। আহতরা সহ আ’লীগ কর্মীরা দৌড়ে উঘারিয়া তদন্ত কেন্দ্রে আশ্রয় নিলে উত্তেজিত নেতাকর্মীরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় আহত অন্যান্যরা হলো- সোহেল (২৫), রুবেল (২৩), মনির (২৫), নূর আলম (৩১) সহ অন্তত ২০জন।
এ ঘটনায় সেলিম বাদী হয়ে ৩১জন সহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ০৩, তাং- ১০/০৪/২০১৩ইং।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন জানান, চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহতরা পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিলে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ফাঁড়িতে হামলা চালায়। এ ঘটনায় পুলিশ দুলাল হোসেন (৪২) ও নাজির আহম্মেদ (৩৫) নামের ২ বিএনপি কর্মীকে আটক করে।