করোনাকালীন দেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা এখনো চলছে। শিক্ষার্থীদের মেধা যাচাই সম্ভব হয়ে উঠেনি বলে সবাইকে অটো পাস দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তারপরও শিক্ষার্থীরা নতুন বছরের বই যাতে সময়মতো হাতে পায় সেই লক্ষ্যে চাঁদপুরেও শুরু হয়েছে স্কুল পর্যায়ে নতুন বই বিতরণ কার্যক্রম।
পাঠ্যপুস্তক রাখার সরকারি গুদাম হতে ২৭ ডিসেম্বর শুরু হয় স্কুল পর্যায়ের বই বিতরণ, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এমন তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ।
১ জানুয়ারি প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে এই বইগুলো বিতরণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন জানান, জেলার ৮টি উপজেলায় ১১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো ৫-৬শ’ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হাইস্কুল সংযুক্ত প্রাথমিক এবং কেজিস্কুলগুলোতে স্বাস্থ্য বিধি মেনে সকল শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হবে। ইতিমধ্যে স্ব স্ব বিদ্যালয়ে বরাদ্দকৃত নতুন বই প্রেরণ করা হচ্ছে।
সোমবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিপরীত দিকে অবস্থিত সরকারি গুদাম থেকে এভাবেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের চাহিদা অনুযায়ী নতুন বই সংগ্রহ করছেন। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।