চাঁদপুর: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার স্কুল-কলেজ-হাসপাতাল বন্ধ করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময়ের নামে নির্বাচনী সভা করলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে পেশাজীবী সমন্বয় পরিষদের ব্যানারে মতবিনিময়ের নামে মধ্যাহ্নভোজ এবং সন্ধ্যা পর্যন্ত জনসভা করেন পররাষ্ট্রমন্ত্রী। সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেন, মতবিনিময়ের নামে মধ্যাহ্নভোজ করিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার মাঝে স্কুল-কলেজ বন্ধ করে শিক্ষকদের মতবিনিময়ের নামে মধ্যাহ্নভোজে যোগ দিতে বাধ্য করায় তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষকদের সেখানে হাজিরাও নেয়া হয়। ওই সভায় যোগ না দিলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানিয়েছে।
এছাড়া অন্যান্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদেরও ওই মতবিনিময় সভায় অংশ নিতে বাধ্য করা হয়। মন্ত্রীর সরকারি সফরসূচিতে দুপুর আড়াইটা উল্লেখ থাকলেও তিনি বিকেল ৩টা ২০ মিনিটে উপস্থিত হন। বক্তব্য শুরু করেন ৪টা ৫০ মিনিটে। শিক্ষকসহ অন্যদের সেখানে দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ত্রীর জন্য অপেক্ষা করতে হয়।
সভায় আওয়ামী সমর্থক পেশাজীবী নেতারা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। আবারো নির্বাচিত হলে তা পূরণেরও আশ্বাস দেন মন্ত্রী।
সার্বক্ষণিক রাজনৈতিক ভোল পাল্টানো চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আহমেদ পররাষ্ট্রমন্ত্রীকে খুশি করতে তার নেতৃত্বে শিক্ষকরা তার পক্ষে কাজ করবেন বলে জানান।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ইসমত আরা সফি বন্যা বলেন, ‘শিক্ষক সমাজ বিএনপিকে ভোট দেবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে অনেক কাজ করেছেন। অপরদিকে বিএনপি-হেফাজত দেশকে পিছিয়ে দিতে তেঁতুল তত্ত্ব আবিষ্কার করেছে।’ তিনি তেঁতুল তত্ত্বের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা নারী শিক্ষকরা বিএনপিকে ভোট দিয়ে দেশকে অন্ধকারে যেতে দিতে চাই না।’
ব্যাংক কর্মকর্তা কামাল পাশা বলেন, ‘কে কী পেলো তা দেখার সময় নেই। আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।’
চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাসউদ্দিন বলেন, ‘আমাদের চাকরি জাতীয়করণের অঙ্গীকার করলে আমরাও মন্ত্রীকে বিজয়ী করে আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে পারি।’
এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বাংলামেইলকে বলেন, ‘মন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে আমাদের সেখানে অংশগ্রহণ করি।’
নৌকা প্রতীকে ভোট চেয়ে পররাষ্ট্রমন্ত্রী সভায় বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে। ভবিষ্যতে নির্বাচিত হলে অনেকের প্রত্যাশা পূরণে কাজ করতে পারবে।’ তিনি বিরোধী দলের গত ৫ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সাম্প্রতিক সময়ের হরতালে দেশের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তিনি বিরোধী দলকে সংবিধানের আওতায় এসে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। উপস্থিত শিক্ষকসহ অন্যদের কাছে নির্বাচনে সহযোগিতা চান তিনি।
এসময় জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর সভাপতিত্বে এবং ডা. পিযুষ কান্তি বড়ুয়া ও অধ্যক্ষ মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন সেলিম, জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. এসএম সহিদুল্লাহ, চাঁসক অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব, জেলা বিএমএর সভাপতি ডা. হারুন অর রশিদ সাগর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমজি ফারুক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ, জেলা স্বাচিপর সভাপতি ডা. এমএন হুদা প্রমুখ।