চাঁদপুর নিউজ রিপোর্ট
ঢাকা থেকে খুলনাগামী স্টিমার পিএস লেপচায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা ৬ টায় সদরঘাটে স্টিমারটি ছাড়ার আধা ঘণ্টা পূর্বে এ ঘটনা ঘটে। আগুন আতঙ্কে স্টিমারের যাত্রীরা টার্মিনালে নেমে গেলেও নেভানোর পরে পুনরায় উঠে এবং সময়মত অর্থাৎ স্টিমারটি রওয়ানা হয়।
স্টিমারের যাত্রী, প্রত্যক্ষদর্শী এবং স্টাফরা জানায়, জাহাজটি ঘাটে অবস্থানের সময় পেছনের দিকের একটি স্টাফ কেবিনের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই অগ্নি নির্বাপক গ্যাস ও নদীর পানি দিয়ে আগুন নেভানো হয়।
উল্লেখ্য, স্টিমারটি চাঁদপুর নৌ বন্দর থেকে খুলনা যায়। ফলে এটিতে চাঁদপুরের অনেক যাত্রী আসে। গতকালও তাই হয়েছে। চাঁদপুরের যাত্রীরা ঘটনাটি দ্রুত স্থানীয় সংবাদ কর্মীদের জানিয়েছে। স্টিমার কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে।