প্রতিনিধি
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, জাকির হোসেনের স্ত্রী হেলেনা বেগম গত ডিসেম্বর মাসে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। গতকাল থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেন।
থানা হেফাজতে থাকা জাকির হোসেন জানান, দু বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক তিনি হেলেনাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে মিল না হওয়ায় পাঁচ মাস পূর্বে তিনি স্ত্রীকে তালাক দেন। কিন্তু কাবিনের খোরপোষ পরিশোধ করেননি।
জাকির হোসেন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামের আঃ কাদের পাটওয়ারীর ছেলে। তার স্ত্রীর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে বিলিং সহকারী পদে চাকুরি করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।