নিজ স্ত্রীকে হত্যার দায়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রুবেল মিয়াজী (৩৫) কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটক রুবেল চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী মিয়াজী বাড়ির বাসিন্দা। জানা যায়, রুবেল পরিকল্পিতভাবে ২০১৭ সালে তার স্ত্রীকে হত্যা করে গা ঢাকা দেয়। পরবর্তীতে তার বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (যার নং-জিআর ৪২৬/১৭)। পুলিশ জানায়, গত প্রায় ছয় মাস পূর্বে চাঁদপুরের বিজ্ঞ আদালত আসামী রুবেলকে তার অনুপস্থিতিতে ৫ বছরের সাজা প্রদান করে।
গতকাল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এএসআই সেলিম-১, সেলিম-২ এবং এএসআই শাখাওয়াত হোসেন বাবুরহাট এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন। পুলিশ জানায়, আসামী রুবেলের বিরুদ্ধে আরো একটি মাদক মামলা চলমান রয়েছে।