হাসানুজ্জামানঃ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি অংশের আলীপুর-বটতলা রাস্তা শাহাদাত হোসেন মজুমদারের নামে নামকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এবিষয়ে এলাকাবাসী স্থানিয় সংসদসদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম’র নজরদারিতা ও হস্তক্ষেপ কামনা করেন। জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলিপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা আলহাজ্ব শাহাদাত হোসেন মজুমদার। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রবীণ এই আওয়ামীলীগ নেতাকে সন্মান জানাতে এবং কর্মময় জীবনের অবদানকে স্মরণীয় করে রাখতে উক্ত রাস্তা তাঁর নামে নামকরণ করার দাবি এলাকাবাসীর। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ আবুল খায়ের মোল্লা বলেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামীলীগ ও স্থানিয় এলাকাবাসীর স্বার্থ রক্ষায় নিরলস কাজ করেছেন শাহাদাত হোসেন মজুমদার। আজ তিনি আমাদের মাঝে নেই। তাই প্রিয় নেতার অবদানকে স্মরণে রাখতে উক্ত রাস্তা শাহাদাত হোসেন মজুমদারের নামে নামকরণ করা আমাদের প্রাণের দাবি। তিনি আরও বলেন, স্থানিয় সংসদসদস্য মেজর (অবঃ) বীর উত্তম মহোদয়ের সুপরিচিত ও আস্তাভাজন ব্যক্তি ছিলেন এই শাহাদত হোসেন মজুমদার। তাই প্রয়াত এই গুনী নেতার নামে উক্ত রাস্তার নামকরণ করার জোর দাবি জানান তিনি।