মিজান লিটন
ডাকাতিয়ার পাড়ে স্থায়ী লঞ্চঘাটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে চাঁদপুর পুরাণবাজার সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানব বন্ধনে চাঁদপুর পুরাণবাজার সহ চাঁদপুর জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, শ্রমিক, সাধারণ জনগণ অংশগ্রহণ করে। এ সময় চাঁদপুর পুরাণবাজার ট্রাকঘাট থেকে শুরু হয়ে নতুন বাজার-পুরাণবাজার সেতু এলাকা পর্যন্ত এ মানব বন্ধন বিস্তৃতি লাভ করে।
মানব বন্ধনে ডাকাতিয়ার তীরে স্থায়ী লঞ্চঘাট বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফয়েজ আহমেদ মন্টুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ব্যাংকার মজিবুর রহমানের পরিচালনায় পুরাণবাজারের মানুষের দাবির সাথে একাত্মতা পোষণ করে মুঠোফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী।
মানব বন্ধনে অংশ নেয় পুরাণবাজার ট্রাক মালিক সমিতি ইউনিয়ন, ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, সুতা ব্যবসায়ী সমিতি, আলুপট্টি ব্যবসায়ী সমিতি, সুতাপট্টি ব্যবসায়ী সমিতি, বাতাসাপট্টিচ ব্যবসায়ী সমিতি, ধান ক্রাশার ব্যবসায়ী সমিতি, নিতাইগঞ্জ লায়ন্স ক্লাব, ভূঁইয়ারঘাট ব্যবসায়ী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, পুরাণবাজার বিশ্ববিদ্যালয় কলেজ, লোহারপুল ব্যবসায়ী সমিতি, অটোরাইস মিল ব্যবসায়ী সমিতি, বেকারী মালিক সমিতি, বাকলীপট্টি ব্যবসায়ী সমিতি, বন্ধুমহল ক্রীড়াচক্র।