মনিরুল ইসলাম মনির:
স্থায়ী শিক্ষা কমিশন ও বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কমিশন গঠনসহ আট দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বানে গতকাল শনিবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, মতলব উত্তর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্যাহ প্রধান। সভা পরিচালনা করেন, মাধ্যমিক শিক্ষক
সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালীউল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আরিফুল ইসলাম, দলিল উদ্দিন, নুরুল ইসলাম নুরু, জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পাঁচানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, নীল নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আমান উল্যাহ, প্রচার সম্পাদক কামরুজ্জামান হারুণ,নন্দলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হাসান, আমিয়াপুর বিবি ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল হক, অলিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম হোসেন, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা কবির আহমেদ, হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হক প্রমূখ।
শিক্ষকদের ৮ দফা দাবীর মধ্যে রয়েছে, জাতীয় স্কেলে এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ও বার্ষিক প্রবৃদ্ধি, অবসর বয়স ৬৫ বছরে উন্নীতকরণ,পার্বত্য এলাকায় কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য ৩০ শতাংশ পাহাড়ী ভাতা চালু। আগামী ৯ সেপ্টেম্বর উপজেলায় মিছিল সমাবেশ, ১৩ সেপ্টেম্বর উপজেলার শহীদ মিনারে অবস্থান ধর্মঘট ও প্রতীক অনশন কর্মসূচী পালন করা হবে।
চাঁদপুর নিউজ সংবাদ