মিজানুর রহমান রানা
চাঁদপুর পৌরসভার আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় ৮টি পৌরসভার সফল কার্যক্রম সংক্রান্ত পারস্পরিক শিখন বিষয়ক কর্মশালায় বুধবার পৌর পাঠাগার মিলনায়তনে চাঁদপুরের পৌর মেয়র মো. নাছির উদ্দিন আহমেদ বলেছেন, চাঁদপুর পৌরসভার কোনো পানি সমস্যা নেই। এখানকার পানি মিঠা পানি। পানি সরবরাহের অবস্থাও বেশ ভালো। একটা পৌরসভা ভঅলো কাজ করলে অন্য পৌরসভাও তা অনুসরণ অনুকরণ করে ভালো কাজে এগিয়ে যায়। টিএলসিসি’র সভায় এসব আমরা সব সময় আলোচনা করে পৌর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের উপস্থিতি ৯০ ভাগের ওপরে। আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্নতা, টিএলসিসি এবং অন্যান্য বিষয়ে উদ্যোগ গ্রহণ করে থাকি। ৪ কোটি টাকার ওপরে আমাদের পৌরসভার আয়। পৌরসভার দায়িত্ব আমাদের সামাজিক দায়িত্ব। আমরা ভালো কাজ করছি। কারণ ্পামরা দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন। আমাদের দাতব্য চিকিৎসালয় রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহীতায় চাঁদপুর পৌরসভা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তরিকতা, সেবার মান মানসিকতা আমাদের পৌর কর্মকর্তা কর্মচারীদের রয়েছে। আমরা তাদেরকে ঠিকমতো বেতন-ভাতাদি পরিশোধ করি। এক্ষেত্রে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন অন্য পৌরসভার চেয়ে বেশি। তাই তারা কাজেও বেশ উৎসাহী। কোনো প্রকার গাফিলতি তাদের মধ্যে নেই। জনগণের জন্যে নিরলস কাজ করে যাচ্ছে।
বুধবার ২৭ আগস্ট কাজী নজরুল ইসলাম সড়কস্থ পৌর পাঠাগারে অনুষ্ঠিত কর্মশালায় সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টায় সমাপ্ত হয়। এতে চাঁদপুর পৌরসভাসহ আমন্ত্রিত ৮টি পৌরসভার সচিব ও নির্বাহী প্রকৌশলীগণ তাদের স্ব-স্ব পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। আমন্ত্রিত পৌরসভাগুলো হলো খাগড়াছড়ি পৌরসভা, বসুরহাট পৌরসভা, কক্সবাজার পৌরসভা, বান্দারবান পৌরসভা, চৌমুহনি পৌরসভা, হাজীগঞ্জ পৌরসভা, পরশুরাম পৌরসভা ও নোয়াখালী পৌরসভা।
চাঁদপুর পৌরসভার কর্মকর্তা মো. মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর পৌরসভার কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুর রসিদ সরদার। এছাড়াও আগত ৯টি পৌরসভার প্রতিনিধিদের মধ্যে তাদের স্ব-স্ব পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী এএইচএম সামসুদ্দোহা, খাগড়াছড়ি পৌরসভার সচিব পারভীন আক্তার খন্দকার, বসুরহাট পৌরসভার সচিব মো. সলিম উল্লাহ, নির্বাহী প্রকৌশলী আব্দুর সাত্তার, কক্সবাজার পৌরসভার সচিব মো. সামসুদ্দিন, বান্দারবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, চৌমুহনী পৌরসভার সচিব মো. কাইয়ুম আসলাম, সহকারী নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, হাজীগঞ্জ পৌরসভার সচিব আমিনুল ইসলাম, পরশুরাম পৌরসভার সচিব মো. ইউছুফ মাল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌারসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালি, লায়লা হাসান চৌধুরী, সহকারী প্রকৌশলী আশুতোষ দত্ত, লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেন, ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বেপারি, আছলাম গাজি, সহদেব ঘোষ, ফরিদা ইলিয়াস প্রমুখ।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।