অভিজিত রায় ॥
জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরীয় কার্যালয়ে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচন সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি জেলা আওয়ামীলীগ ড. মোহাম্মদ মামছুল হক ভূঁইয়া এমপির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তাফাাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ওচমান গনি পাটওয়ারী, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম,অ্যাড.মজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, প্রচার সম্পাদক সন্তোষ কুমার দাস, সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামীলীগ সভাপতি রাধা গোবিন্দ ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা শ্রমীক লীগ সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, সাবেক সভাপতি শাহআলম মিয়া, মহিলা লীগ সদস্য সচিব অধ্যাপকিা মাসুদ নূর, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, আবু পাটওয়ারী, মোহাম্মদ আলী মাঝি, মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহাবয়ক এস এম জয়নাল আবেদীন, সদস্য সচিব এম এ হাসান লিটন, যুব মহিলা লীগ সভাপতি কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদ সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বর্তমান সভাপতি শেখ আব্দুল মোতাবেল, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি,সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালানা করেন বাইতুল আমিন মসজিদের খতিব মাওলানা তোহা।