অভিজিত রায় ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১০ জানুয়ারি রোববার সন্ধায় জেলা আওয়ামীল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীল একটি গঠনতন্ত্র সংগঠন। বাঙালি জাতির তীব্র আন্দোলন ও বহির বিশ্বের চাপের কারনে সেদিন পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। ১৯৭২ এর ১০ জানুয়ারি বাঙালির জাতির কাছে ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে প্রমান করেছে বাঙালি জাতি কারো কাছে মাথানত করে না। তার বাস্তব প্রমান হচ্ছে পদ্মা সেতু নির্মাণ। তিনি বিশ্ব ব্যাংকের দাবীকে মিথ্যা প্রমান করে দেশের জনগণের টাকায় পদ্মা সেতুর কাজ এগিয়ে নিচ্ছে। আজকের এইদিনে আমরা শপথ করি দেশকে ভালবাসুন, দলকে ভালবাসুন, দলের আদর্শকে ভালবাসুন এবং দলের ত্যাগি নেতাদের মূল্যায়ন করুন। জাতির জনকের আদর্শকে লালন করে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে।
তিনি জেলা আওয়ামীলীগের সম্মেলন বিষয়ে বলেন, জেলা আওয়ামীলীগের সম্মেলনের আগে সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলন করতে হবে। তার পর হবে জেলা আওয়ামীলীগের সম্মেলন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনী পাটোয়ারীর পরিচানায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সন্তুষ কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গভেষনা সম্পাদক অ্যাড. বিনয় ভূষন মজুমদার, উপদেষ্টা সদস্য আব্দুর রশিদ সর্দার, সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ব্রজ বল্লব দাস, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটোয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহআলম মিয়া, বর্তমান সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শাহাজাহান চোকদার, শ্রমিকলীগ নেতা মাহবুবুর রহমান আব্দুল হান্নান খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মহিলা যুবলীগের সভানেত্রী ফরিদা ইলিয়াস, বঙ্গবন্ধু সমাজকল্যান পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখায়রুল আলম মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এমএ হাসান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, তরুনলীগের সভাপতি শেখ শরীফ আহমেদ, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল হাজরা। সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আবু নঈম দুলাল পাটোয়ারী।