প্রেস বিজ্ঞপ্তি ॥
‘স্বপ্নতরু’ নামে চাঁদপুরে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এই শ্লোগানকে ধারন করে ‘স্বপ্নতরু’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. জাহিদুল ইসলাম খান (লিখন) কে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট সংগঠনের সমন্বয় কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন : মো. গিয়াসউদ্দীন খান, সাংবাদিক শরীফুল ইসলাম, মো. মামুনুর রশিদ, মো. মোরশেদ আলম, শোহেব হোসাইন, শরীফুল ইসলাম, রশ্নী নাগ, কানিজ ফাতেমা মিতু, আফসানা আক্তার, নুসরাত জাহান। মঙ্গলবার চাঁদপুরে শহরের মাদ্রাসা রোড এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়, ‘স্বপ্নতরু’ রাজনীতিমুক্ত সচেতন একটি সামাজিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধের চেতনা, ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো, ‘স্বপ্নতরু’ সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে ‘স্বপ্নতরু’ সামাজিক সংগঠন গুরুত্বারোপ ভাবে কাজ করবে।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।