স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার অন্তর্গত ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জিকরুল আহসানের নিজস্ব সম্পত্তিতে থাকা দেয়াল ভেঙ্গে পৌরসভার প্ল্যান পাস না করে এবং ভবন নির্মাণ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন আল আমিন গং। ক্ষতিগ্রস্ত প্রতিবেশী বাধা দিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
জানা যায়, চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার স্বর্ণখোলা রোডের বাসিন্দা মৃত ফজলুল হকের পুত্র জিকরুল আহসান তার কষ্টার্জিত টাকায় খরিদ করা জায়গায় চারিপাশে দেয়াল দিয়ে সুরক্ষা করে আসছিলেন। কিন্তু গত ২ সেপ্টেম্বর সকাল ১০টার পর আল আমিন গং-এর লোকজন সদলবলে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে জিকরুল আহসানের জায়গার সুরক্ষিত বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে। এ সংবাদ জানতে পেরে মোঃ জিকরুল হাসান ঘটনাস্থলে ছুটে যান। ওয়াল ভাঙ্গা সম্পর্কে জানতে চাইলে আল আমিন গং-এর লোজজন তার সাথে রুক্ষ আচরণসহ তাকে প্রাণ নাশের হুমকি দেয়। এতদ্সত্ত্বেও মোঃ জিকরুল ধৈর্য ধরে বলেন, অন্যায় বা পৌরসভার নিয়ম বহির্ভূতভাবে যেনো কোনো ঘর নির্মাণ করা না হয়। কিন্তু বিবাদী আল আমিন গং তার কথায় কর্ণপাত না করে তাদের ইচ্ছা অনুযায়ী নির্মাণ কাজ চালিয়ে যায়। যা সম্পূর্ণ বেআইনী। এমতাবস্থায় মোঃ জিকরুল হাসান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্মাণ কাজ বন্ধ রাখাসহ পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে গত ২৪ সেপ্টম্বর চাঁদপুর মডেল থানায় জিডি করেন। পাশাপাশি ঘটনা সম্পর্কে অবহিত করে চাঁদপুর পৌরসভায়ও গত ২১ সেপ্টেম্বর একটি লিখিত আবেদন করেন। তাদের আবেদনের পরও বিবাদী আল আমিন গং থেমে নেই। তারা বাড়ি নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয়, আল আমিন গং চতুরতার মাধ্যমে প্রতিবেশী মোঃ জিকরুল আহসানকে না জানিয়ে তার সম্পত্তির উপর দিয়ে গ্যাস সংযোগের পাইপও স্থাপন করে। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও অন্যায়। নিয়ম অনুযায়ী কোনো বাড়ি-ঘর নির্মাণ করতে হলে প্রথমেই পৌরসভার প্ল্যান নিতে হয় এবং বাড়ি-ঘর নির্মাণের লক্ষ্যে নিজস্ব সীমানা হতে ৩ ফুট জায়গা ছেড়ে পাকা ভবন নির্মাণ করতে হয়। কিন্তু অবাক হলেও সত্য যে, আল আমিন গং বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো প্রকার বিল্ডিং কোড না মেনেই বাড়ি নির্মাণ কাজের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি এমনিভাবে খোদ শহরের বুকে পৌরসভার নিয়ম কানুন না মেনে পেশী শক্তি প্রদর্শন বা অন্য কোনো পরিচয়ে কেউ নির্দ্বিধায় কোনো প্রকার বাধার সম্মুখীন না হয়ে এভাবে অবৈধ বাড়ি-ঘর নির্মাণ করতে থাকে তাহলে পৌরসভার স্বচ্ছতা নিয়ে সাধারণ পৌরবাসীর কাছে নানা প্রশ্ন দেখা দিবে । ভবন নির্মাণ কার্যক্রমে পৌরসভার প্ল্যান পাস পূর্বক নিয়ম মেনে চলা প্রতিটি পৌর নাগরিকদের কর্তব্য বলে অভিজ্ঞ মহল মনে করেন এবং যারা পৌরসভার নিয়ম বহির্ভূত কাজ করেন তাদের প্রতিও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
উল্লেখিত ঘটনা সম্পর্কে পৌর কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত পূর্বক জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে ভুক্তভোগী মহল মনে করেন।